প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:17 PM
আপডেট: Sat, Jul 5, 2025 8:32 PM

বেলা ১১টায় উদ্বোধনী সুধী সমাবেশ

উত্তরায় দিয়াবাড়ি থেকে মেট্রোতে আগারগাঁও যাবেন প্রধানমন্ত্রী

শাহীন খন্দকার: ডিএমটিসিএল সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠান হবে উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে। প্রথমেই প্রধানমন্ত্রী ফলকের একটি প্রতিকৃতি উন্মোচন করবেন। এরপর শুরু হবে সুধী সমাবেশ। এতে অতিথিদের পাশাপাশি জমায়েত থাকবে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী এই সমাবেশে বক্তৃতা করবেন। তিনি স্মারক ডাকটিকিট ও নোট উন্মোচন করবেন। 

সমাবেশস্থল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা উত্তর স্টেশনে আসবেন। সেখান থেকে মেট্রোরেল ছাড়বে। প্রথমে প্রধানমন্ত্রী সেখানে মূল ফলক পরিদর্শন এবং স্টেশন প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করবেন। এরপর প্রধানমন্ত্রী স্থায়ী কার্ড কিনে ভাড়া পরিশোধ করে প্ল্যাটফর্মে যাবেন। সেখানে অপেক্ষমাণ ট্রেন সবুজ পতাকা নেড়ে চলাচলের সংকেত দেবেন। এরপর প্রধানমন্ত্রী মেট্রোরেলে চড়ে আগারগাঁওয়ে আসবেন। উদ্বোধনী যাত্রায় মেট্রোরেলে প্রায় ২০০ অতিথি থাকতে পারেন বলে জানা গেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব